বাংলাদেশে করোনায় মৃত ব্যক্তির লাশ যা করা হবে

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৭০-এর অধিক বয়সের ওই রোগী আজ ‍বুধবার মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তি সম্পর্কে তিনি আরো জানান, ওই ব্যক্তি কিডনি, হার্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। গতকাল তার সম্পর্কেই বলা হয়েছিল যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।
মারা যাওয়া ওই ব্যক্তি বিদেশফেরত আক্রান্ত একজনের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মারা যাওয়া ওই ব্যক্তির লাশ এখন কী করা হবে এমন এক প্রশ্নের জবাবে আইইডিসিআর পরিচালক জানান, তাকে কবরস্থ করা হবে।
আজকের সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। নতুন আক্রান্ত ব্যক্তিদের তিনজন বিদেশ থেকে ফেরত আসা এবং একজন তাদের একজনের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। তিনি একজন নারী

কোন মন্তব্য নেই

Thanks for comments
And read story

Blogger দ্বারা পরিচালিত.